* আমি এবং আমরাস * ক্তন্দ্রাবিলাস * হিমুর দ্বিতীয় প্রহর * আমিই মিসির আলি * বাঘবন্দি মিসির আলি * কহেন কবি কালিদাস
বাংলাদেশে কথাসাহিত্যিকদের ভিতরে হুমায়ূন আহমেদ বর্তমানে কিংবদন্তি পুরুষ। একইসঙ্গে তিনি সরস্বতী ও লক্ষীর বরপুত্র, সকলেই নির্দ্বিধায় মানবেন। এই ঘটনা বিরল। পারস্পরিক ঈর্ষাতাড়িত দুই ভাগ্যদেবীর মধ্যে প্রেমালিঙ্গন ঘটানোর মতো অসাধ্যসাধন এমনকি রবীন্দ্রনাথের দ্বারাও সম্ভব হয়ে ওঠেনি। কোনো সমাজেই কিংবদন্তি হাওয়ার ফানুসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে না, তার ভিত্তিমূল থাকে একনিষ্ঠ সাধনার বাস্তবতায়। হুমায়ূন আহমেদের সাফল্য তর্কাতীত।
তার একটি কারণ এই যে, রচনার ক্ষেত্রে তিনি ক্লান্তিহীন; তাঁর অস্তিত্ব তিনি পাঠককে ভুলতে দেন না। সামাজিক-পারিবারিক উপন্যাস কিংবা মিসির আলির তদন্তকাহিনীর রোমাঞ্চকর সৃষ্টিশীলতা অথবা বিজ্ঞনভিত্তিক গল্পাবলি কিংবা প্রাকৃতপ্রাণ হিমুর জীবনদৃষ্টিতে স্নাত কাহিনীমালার সৃজনশীলতা এখন সম্প্রসারিত হয়ে ছড়িয়ে গেছে চলচ্চিত্রায়ণে পর্যন্ত। কিন্তু অতিপ্রজ হলেই কেউ জনপ্রিয় হয় না; অতিপ্রজতা ও জনপ্রিয়তা অন্যোন্যনির্ভর দু’টি গুণ তো নয়ই, বরং সাধারণ তারা প্রতিদ্বন্ধী হয়ে থাকে। এ দুই বিরোধীপক্ষের সন্ধি ঘটানোই তাঁর আসল কৃতিত্ব এবং হুমায়ূন আহমেদের সাফল্যরহস্যের চাবিকাঠি।
সেই চাবিকাঠি হল তাঁর কাহিনীবুনোট ও সংলাপ র্নিমাণের অতুলনীয় স্বভাবসিদ্ধ ক্ষমতা। এবং যে-প্রেক্ষাপটে তাঁর কাহিনীনির্মাণ তা আমাদের পরিচিত মধ্য-মধ্যবিত্ত ও নি¤œ-মধ্যবিত্ত সমাজ। এই সমাজের মানুষজনের ঐতিহ্যপরম্পরাগত মনের গড়ন, তার স্বাভাবিকত্ব ও অস্বাভাবিকত্ব কিংবা তার নানা ভাঙচুর ও নতুন বিন্যাস কোনো না-কোনোভাবে তাঁর গল্পকথনে প্রতিবিম্বত হয়। হুমায়ূনের বিশ্ব একান্তই সমকালীন ও বর্তমানসাক্ষিক, এমনকি তাঁর ফ্যান্টাসিও।
মিসির আলি সিরিজের কাহিনীসম্ভার কেন আমাদের মুগ্ধ করে? এই অদ্ভুত ও অবিশ্বাস্য চরিত্রটি ফ্যান্টাসির জগৎ থেকে উঠে আসা। সে-জগৎ এমন অচেনা নয় যে অজ্ঞাত জ্ঞানের অনুসন্ধিৎসা আমাদের টানে, আসলে তা আমাদের আধচেনা-পরিচয়-অপরিচয়ের মাঝখানে দাঁড়িয়ে থেকে বিস্ময়মোহিত ও প্রলুব্ধ করে। এখানে আমাদের মনোবিশ্ব নিয়ে তাঁর জল্পনা। মিসির আলি ডিটেকটিভ নন, তাঁকে ঘিরে যে-গল্প বটের ঝুরি নামায় সেগুলো ‘ক্রাইম’ গোত্রের নয়, চোর-পুলিশের খেলা সে-সবে নেই; ওগুলো ক্রাইম ফিকশন বা থ্রিলার নয়, বরং হর্রস্টোরি রোমহর্ষক গল্পের বুড়ি-ছুঁয়ে-যাওয়া তদন্তগল্প! আমাদের চেনা ইংরেজি গল্পে আগাথা ক্রিস্টিকে দোসর বলা চলে। বুদ্ধির খেলা ও তদন্ত। বাংলায় ‘রহস্যগল্প’ নামে একটি সাহিত্যশাখা (মবহৎব) চালু ছিল, এখন শব্দটিই যেন লুপ্ত হতে বসেছে। মিসির আলির গল্পকে ‘রহস্যগল্প’ শিরোনামে সম্ভবত চিহ্নিত করা চলে, বিশেষত্ব একটাই-তা হল, সবটুকুই মনোজগৎ নিয়ে।
প্রতীক প্রকাশনা সংস্থা তাঁদের বাৎসরিক কর্তব্য হিসেবে ‘মিসির আলি অমনিবাস’ যে প্রকাশ করে চলেছেন তাঁর কারণ সমাজবদ্ধ জীব সামাজিক মানুষের অস্বাভাবিক মনস্তত্ত্বের পানে পাঠক-পাঠিকাকে কৌতূহলী করে তোলা। এই মনস্তত্ত্বের বিশ্বব্রহ্মা-ই বর্তমান অমনিবাসে গ্রন্থিত ছ’টি কাহিনীতে মিলবে।
Page No: 442 ISBN Code: 984-446-096-4 Book Price: Tk.475.00/= Book Author: Humayun Ahmed